রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামস্বাস্থ্য

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘টার্গেট করে কিছু লোককে হামলা করা হচ্ছে। সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। যদি না হয় বুঝবো সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না।’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের খোঁজ-খবর নিতে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, ‘নুরকে দেশের বাইরে পাঠানোর কথা বলে এখনও না পাঠানোয় আমরা হতাশ। দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হোক। নুর ভালো হয়ে আবার ফিরে আসুক-সেটিই চাই।’

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘তার নাক দিয়ে এখনও রক্তক্ষরণ হচ্ছে। কী উদ্দেশ্যে, কারা কেন এটি করলো সেটি তদন্ত করে বের করা উচিত।’

তিনি বলেন, ‘টার্গেট করে কিছু লোককে হামলা করা হচ্ছে। সরকারের দেখা দরকার কোথা থেকে এগুলো হচ্ছে। যদি না হয় বুঝবো সরকার তাদের কমান্ড ধরে রাখতে পারছে না।’

মাজার ভাঙাসহ লাশ পোড়ানোর ঘটনা বিচ্ছিন্ন কিছু নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে এ ধরনের আরও কিছু সামনে ঘটতে পারে, যাতে নির্বাচনটা না হয়।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না। অস্বাভাবিক প্রক্রিয়ায় দেশ চলছে।’
বিআরএসটি/এসএস

Related posts

অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের ই-সনদ ও ভুল তথ্য সংশোধনের নির্দেশনা

brs@admin

হাইকোর্টের রায় অমান্য করে সড়ক ইজারা

News Desk

দুর্যোগপূর্ণ আবহাওয়া : ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ ‎

News Desk

ঘোষিত সময় থেকে নির্বাচন পেছানোর সুযোগ নেই

News Desk

অপহৃত চবির ৫ শিক্ষার্থীসহকে উদ্ধারে খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান

brs@admin

শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

News Desk
Translate »