নওগাঁ জেলার ডিবি পুলিশের ওসি মোস্তাফিজ হাসান গাজীপুর তিনসড়ক এলাকায় রাস্তা পারাপারের সময় পথের সাথী পরিবহন নামে একটি বাসের ধাক্কায় নিহত হয়েছেন। এঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ আগস্ট) রাতে। নিহত মোস্তাফিজ হাসান (৫২) রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলার ডিটেকটিভ ব্রাঞ্চের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে এই ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮) গুরুতর আহত হয়েছেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান। ওসি মেহেদী হাসান বলেন, জেলা পুলিশ লাইনের সামনে রাস্তা পারাপারের সময় একটি বাস চাপা দেয়। এতে নওগাঁ জেলার মোস্তাফিজুর রহমান নামে এক ডিবি’র ওসি মারা গেছে।
বিআরএসটি/এসএস