পিরোজপুর প্রতিনিধি : “ত্যাগীদের মূল্যায়ন চাই” সন্ত্রাস, চাঁদাবাজ ও দালাল মুক্ত বিএনপি চাই, শ্লোগানে পিরোজপুরে র্যালি ও সমাবেশ করেছে বিএনপির একাংশের কর্মীসমর্থকরা।
স্বেচ্ছাসেবক দল, যুবদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, ছাত্রদলের পিরোজপুর শাখার ব্যানারে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে পৌরসভার সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
এসময় দলীয় নেতাকর্মীরা ‘ত্যাগীদের মূল্যায়ন চাই, দূর্দিনের রানা ভাই, আমরা তোমায় ভুলি নাই’ শ্লোগান দিতে দেখা গেছে।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাতের অধিকার ও ভোটের অধিকার নিশ্চিত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, আলিফ আহম্মেদ রাজীব, আলী শেখ, মনিরুজ্জামান মনি, রফিক শেখ, জসিম শেখ সহ অন্যান্যরা।
বিআরএসটি/এসএস