26.6 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

যৌথ বাহিনীর অভিযানে কোপা মাসুদ গ্রেপ্তার

সাতক্ষীরায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদকে গ্রেপ্তার করেছে। এ সময় তার সহযোগী শেখ বাদশা ফয়সাল ও জুয়েল রানাকেও গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সাতক্ষীরা সদর আর্মি ক্যাম্প।

এর আগে বুধবার রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে মাসুদের কাছ থেকে ইয়াবা ও একটি চাপাতি এবং মাদকসেবী জুয়েল রানার কাছ থেকে গাঁজা সেবনের কলকি ও ফেনসিডিল জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে কোপা মাসুদ সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধূলিহর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, মাদকসেবনসহ একাধিক মামলা রয়েছে।

আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর কোপা মাসুদসহ অন্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। অপরাধ দমনে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কোপা মাসুদের বিরুদ্ধে সদর থানায় কমপক্ষে পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। বুধবার রাতে কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে সেনা ক্যাম্পে রাখা হয়। আজ দুপুরে তাদের থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

brs@admin

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

News Desk

রেকর্ড নয়, ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে

News Desk

ইরান থেকে ২৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

brs@admin

শ্রীলংকাকে ৫-০ গোলে হারালো বাংলাদেশ

News Desk

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

brs@admin
Translate »