বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, অন্তর্বর্তী সরকারকে পেছনে ফিরে আসার কোনো সুযোগ নেই বরং সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমানের পরেই নির্বাচন দিতে হবে। আর সে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। ভোট চুরির নির্বাচন জনগণ কোনোভাবেই মেনে নেবে না।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাফরুল দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে ঢাকা-১৫ আসনে সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে ইব্রাহিমপুর থেকে পুলপার-মিরপুর ১৩ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বর্তমান সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফসল। তাই সরকারকে জনগণের কাছে দেয়া সব প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। সে প্রতিশ্রুতির অংশ হিসেবেই তারা রাষ্ট্র সংস্কারের জন্য বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে। আমরা সব কমিশনকে সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। কিন্তু একটি বড় রাজনৈতিক দল এসব সংস্কারকে সাংবিধানিক বা আইনগত ভিত্তি দিতে চায় না।
বিআরএসটি/এসএস

previous post