শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

কাউন্সিলে ব্যালট ছিনতাই: পিরোজপুরে বিএনপির সম্মেলন পণ্ড

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গ্রহণ শেষে গণনার সময় সভাপতি প্রার্থী নাসির মল্লিককে রাজাকার আখ্যা দিয়ে ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ভোট গণনাকালে ব্যালট ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। এ ঘটনার পর জেলা শহরে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাতে শহরে পুলিশ মোতায়েন ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে সুষ্ঠুভাবে সদর উপজেলার ৭টি ইউনিয়নের ৪৯৭ জন কাউন্সিলরের মধ্যে ৪৮২ জন ভোট দেন। কিন্তু হঠাৎ করে হট্টগোল ও হাতাহাতির কারণে কাউন্সিল পণ্ড হয়ে যায়। দীর্ঘ ১০ বছর পর এই কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছিল। হামলার ঘটনায় ২-৩ জন নেতাসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বিআরএস টাইমসকে বলেন, সভাপতি প্রার্থী মনির রাজাকার বলে আরেক প্রার্থী নাসির মল্লিকের বিরুদ্ধে হটাৎ মিছিল দিয়ে সম্মেলন স্থলে ঢুকেছে। এতে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এসময় ব্যালট ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আমি এবং জেলা আহবায়ক আমরা ওখানে উপস্থিত ছিলাম না।
কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, মঙ্গলবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা বিএনপির সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫টি পদে বিকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত সাড়ে ৮টার দিকে শেষ হয়। সাংগঠনিক সম্পাদক পদের ভোট গণনা শেষে হঠাৎ করে একটি হট্টগোল শুরু হয়। তবে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওস রবিউল ইসলাম জানান, পিরোজপুর সদর উপজেলা বিএনপির সম্মেলন ছিল। গণ্ডগোলের কারণে কাউন্সিল পণ্ড হয়ে যায়। তবে কোনো রকম দুর্ঘটনা ঘটেনি। সব কিছু পুলিশের নিয়ন্ত্রণে আছে। শহরে পুলিশ মোতায়েনসহ টহল চলছে।
বিআরএসটি/এসএস

Related posts

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে শোকজ

News Desk

ঢাকায় বিমান দুর্ঘটনার খবরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

News Desk

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩

News Desk

যুগোপযোগী টেলিকম নীতিমালা প্রণয়ন করা হবে : ফয়েজ আহমদ তৈয়্যব

News Desk

রাজধানীতে বিআরটিসির বাসের ধাক্কায় শিক্ষার্থী নিহত

brs@admin

ই/স/রা/য়/লে/ র বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ: নাঈম কাসেম

News Desk
Translate »