28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

নতুন সাকিব-মাশরাফি তুলে আনতে নতুন উদ্যোগ বুলবুলের

চট্টগ্রামে পর্দা উঠল দেশের নতুন আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ছিলেন বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান এবং হাবিবুল বাশার সুমন।

বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, ক্রিকেটকে দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এর ফলে খুলে যাবে দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে সুযোগ না পাওয়া জেলা পর্যায়ের ক্রিকেটারদের সম্ভাবনার দুয়ার।

হাবিবুল বাশার মনে করেন, আঞ্চলিক কাঠামো চালু হলে প্রতিভা আর আড়ালে থাকবে না। তার ভাষায়, ‘ঢাকায় তো সবার খেলার সুযোগ হয় না। কিন্তু রিজিওনাল ক্রিকেট থাকলে নিজেদের লিগ, নিজেদের টুর্নামেন্ট থাকবে। তখন সবাই খেলতে পারবে। হিডেন প্রতিভারা তখন হিডেন থাকবে না।’

আকরাম খান এই টুর্নামেন্ট নিয়ে বললেন, ‘আমরা একটা টুর্নামেন্ট তাড়াহুড়ো করে করেছি। বলতে গেলে এটা সিজনও না আবার অফ সিজনও না। একটা ঝুঁকি নিয়ে করেছি। ভবিষ্যতের জন্য একটা রাস্তা খুলে দিলাম।’

মাশরাফি, সাকিব, তামিম বা মুশফিকরা একটা বড় সময় ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল চাইছেন আগামী দিনের সাকিব, তামিম বা মুশফিকদের বের করে আনতে। তিনি বলেন, ‘ক্রিকেট সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু যদি আঞ্চলিক ক্রিকেটের সঙ্গে সিঙ্ক করা যায়, তাহলে আরও ছড়িয়ে যাবে। বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি জেলায় নিজেদের ক্রিকেটের পরিবেশ তৈরি হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আগামী দিনের তামিম-সাকিব-মুশফিক-রিয়াদরা এখনো স্কুলে আছে। ওদের খুঁজে বের করা আমাদের দায়িত্ব। তাই স্কুল ক্রিকেটকে আমরা নতুনভাবে আয়োজন করব।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

News Desk

লিটন-নাহিদের বদলির খোঁজে পিএসএল

brs@admin

‘বিভীষিকাময় আয়নাঘর : ফ্যাসিবাদের গোপন কারাগারে ২৯০৮ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন

News Desk

বিএনপি কোনো দেশের ওপর নির্ভরশীল নয় : ফখরুল

News Desk

বুকের ওপর মোদির ছবি, অদ্ভুত সাজে রেড কার্পেটে হাজির অভিনেত্রী

brs@admin

মার্কিন সেনাবাহিনীতে ‘গুপ্তচর’ নিয়োগের অভিযোগে দুই চীনা গ্রেপ্তার

brs@admin
Translate »