শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

মেক্সিকোর সিনেটে হাতাহাতি-মারামারি

মেক্সিকোর সিনেটে বিরোধীদলীয় নেতা ও চেম্বারের সভাপতির মধ্যে হাতাহাতির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (২৭ আগস্ট) দিনের কার্যক্রম শেষ হওয়ার সময় জাতীয় সংগীত গাওয়ার মধ্যেই সেখানেই এমন পরিস্থিতি তৈরি হয়। খবর রয়টার্সের।

এক প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী ইনস্টিটিউশনাল রেভল্যুশনারি পার্টির (পিআরআই) প্রধান আলেহান্দ্রো আলিতো মোরেনো এগিয়ে গিয়ে শাসকদল মোরেনার সিনেট সভাপতি হেরার্দো ফার্নান্দেজ নোরোনার হাত ধরে বক্তব্য দেওয়ার অনুমতি চান।

এসময় নোরোনা তাকে- ‘আমাকে স্পর্শ করবেন না’ বলে সতর্ক করলে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে মোরেনো একজন ফটোগ্রাফারকে ফেলে দেন এবং আরেক আইনপ্রণেতা এসে নোরোনাকে ঘুষি মারেন।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফার্নান্দেজ নোরোনা বলেন, মোরেনো আমাকে টানছিল, ধাক্কা দিচ্ছিল এবং হুমকি দিচ্ছিল। সে আমাকে বলছিল, ‘তোকে মারব, তোকে মেরে ফেলব।’

তিনি বলেন, শুক্রবার জরুরি অধিবেশন ডেকে মোরেনোসহ পিআরআইয়ের আরও তিনজন আইনপ্রণেতাকে বহিষ্কারের প্রস্তাব দেওয়া হবে। অন্যদিকে, মোরেনো অভিযোগ করেন যে নোরোনাই প্রথমে তার ওপর হামলা চালিয়েছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বাভুমাদের আয় ৪৩ কোটি, বাংলাদেশের কত?

brs@admin

‘সন্দেহ করতে গেলে সন্দেহ হয় অনেককেই’, হত্যার হুমকি প্রসঙ্গে মিষ্টি জান্নাত

brs@admin

নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী

brs@admin

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সত্য ও সুন্দরের পথ নির্মাণই আমাদের প্রত্যাশা : এনসিপি

brs@admin

শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক

brs@admin

বিচার বিভাগ স্বাধীন না হলে টেকসই গণতন্ত্র সম্ভব নয় : প্রধান বিচারপতি

News Desk
Translate »