গরম, শুষ্ক আর রুক্ষ প্রাকৃতিক পরিবেশ সৌদি আরবের পরিচিত চিত্র।প্রতি বছর সৌদি আরবে গড়ে বৃষ্টিপাত হয় মাত্র ১০০ মিলিমিটারের নিচে।দেশটির ৮৩% অঞ্চল মরুভূমি। তবে সেই চিরচেনা দৃশ্য বদলে যাচ্ছে। এই শুষ্ক ভূমিকে সবুজে রূপান্তরিত করতে দেশটি গ্রহণ করেছে এক অভিনব পরিকল্পনা ।দীর্ঘদিনের শুষ্কতা, ধুলো আর বালির রাজ্যে আজ বৃষ্টি ঝরছে! তবে প্রকৃতির ইচ্ছেতে নয়, বরং মানুষের হাতেই লেখা হচ্ছে এই ইতিহাস।কৃত্রিম বৃষ্টির মাধ্যমে মরুভূমিকে রূপান্তর করা হচ্ছে সবুজ ভূমিতে । কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে সৌদি আরব ? কোন পদ্ধতিই বা তারা ব্যবহার করছে ?
previous post
next post