ভারতের দক্ষিণ থেকে উঠছে এক রাজনৈতিক ঝড়। পর্দায় একের পর এক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাহসী নায়ক দক্ষিনী সুপারস্টার থালাপতি বিজয়। কিন্তু এবার থালাপতি বিজয় আর শুধু সিনেমার পর্দায় সীমাবদ্ধ নন। বাস্তব রাজনীতির ময়দানেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই তামিল সুপারস্টার। সিনেমার পর্দার পাশাপাশি এবার রাজনীতির মঞ্চ কাপাচ্ছেন তামিলনাডুর অভিনেতা থালাপতি বিজয়। ১৫ লাখ মানুষের সমাবেশে দাঁড়িয়ে এবার বিজেপিকে ফ্যাসিবাদী’আখ্যা দিয়ে ঘোষণা করলেন রাজনৈতিক যুদ্ধ।
previous post
next post