জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘বিতর্কিত ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তবে তিনি বলেছেন, ‘না, তাদেরকে আমি কালো শক্তি বলি নাই। আপনারা আমাকে দেখান, তারপর আমি বলবো।’
সোমবার (২৫ আগস্ট) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
তবে কি ৫ আগস্টকে কেন্দ্র করে আপনার যে বক্তব্য ভাইরাল হয়েছে, সেটা ভুয়া? এমন প্রশ্নের উত্তরে ফজলুর রহমান বলেন, কোনো ভাইরাল হয় নাই। ইউটিউবে অনেক কিছু করা যায়। আমার সমস্ত বক্তব্য আপনারা দিতে বলেন। আমার বক্তব্য সামনে এসে বাজান। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ যদি আমাকে বুঝাতে পারে যে আপনি ভুল বলছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে ক্ষমা চাইবো। কিন্তু পুরা বক্তব্য বাজাতে হবে।
বিআরএসটি/এসএস