রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদবিনোদনশিরোনাম

সিনেমা-রাজনীতি এক নয়, থালাপতিকে তামিল নাড়ুর মন্ত্রী

তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে ‘চাচা’ সম্বোধন করায় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতিকে কটাক্ষ করেছেন প্রদেশটির কৃষিমন্ত্রী এম আর কে পন্নিরসেলভাম। তিনি বলেন, বিজয়ের রাজনৈতিক শিষ্টাচারের অভাব রয়েছে। খবর এনডিটিভি

এই মন্ত্রী বলেন, সিনেমা আর রাজনীতি এক নয়। ভক্তদের আগত সমাবেশে তিনি এমনভাবে বক্তৃতা দিয়েছেন মনে হয়েছিল তিনি ছবির সংলাপ বলছেন।

তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা বিজয়ের উদ্দেশ্যে পন্নিরসেলভাম বলেন, তার পরিপক্কতার অভাব রয়েছে। সে ডিএমকে দলের নেতাকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাইছে। কিন্তু মনে রাখতে হবে সিনেমা আর রাজনীতি এক নয়।

প্রসঙ্গত, সিনেমায় ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়। গত বছরের ফেব্রুয়ারিতে সিনেমা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দেওয়ার ঘোষণা দেন তিনি। তার দলের নাম তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)।

দল ঘোষণার আট মাস পর এ বছরের আগস্টে প্রথমবারের মতো জনসভায় আসেন বিজয়। সেই জনসভায় বলেছিলেন, ‘রাজনীতি সিনেমা নয়, যুদ্ধক্ষেত্র।’

গত বৃহস্পতিবার মাদুরাই জেলায় দলটির মহাসমাবেশে যোগ দেন বিজয়। সমাবেশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সমাবেশে তিনি জানান, মাদুরাই পূর্ব আসন থেকে রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

গণঅভ্যুত্থানের শক্তি আবারও সক্রিয় হবে : নাহিদের হুঁশিয়ারি

News Desk

ভারতের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল: ট্রাম্প

News Desk

সালাহ উদ্দিনের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক যোগ দেবে বিএনপি

brs@admin

রাজধানীতে পুলিশকে কোপানোর ঘটনায় ১০২ জন আটক

News Desk

১০ দফা দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক ঐক্য পরিষদের ধর্মঘট চলছে

brs@admin

পুলিশের অতিরিক্ত চার ডিআইজিকে বদলি

brs@admin
Translate »