দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে সীমান্তের কাছে সতর্কীকরণ গুলি চালানোর অভিযোগ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দাবি করেছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিনগান থেকে উত্তর কোরিয়ার সেনাদের দিকে ১০টিরও বেশি গুলি চালিয়েছে।
সিউলকে কড়া প্রতিক্রিয়া জানিয়ে সতর্ক করে দিয়ে পিয়ংইয়ং বলেছে, দক্ষিণ কোরিয়ার কর্মকাণ্ড উত্তেজনাকে “অনিয়ন্ত্রণযোগ্য” পর্যায়ে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। শনিবার (২৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় কিম জং উনের প্রশাসন।
পিয়ংইয়ংয়ের সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) দেশটির পিপলস আর্মির ভাইস চিফ অফ দ্য জেনারেল স্টাফ কো জং চোলকে উদ্ধৃত করে বলেছে, দক্ষিণ কোরিয়ার উচিত তাদের “পূর্বপরিকল্পিত এবং ইচ্ছাকৃত” উস্কানি বন্ধ করা। কো জং গুলি বর্ষণের বিষয়টি নিশ্চিত করে একে “সামরিক সংঘাতের উসকানি” হিসেবেও বর্ণনা করেছেন।
বিআরএসটি/এসএস