আয়নার পেছনে পর্ব ২ গুমের শিকার নারী-পুরুষের ওপর করা হয়েছে বর্বর নির্যাতন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে, গুমের পর টর্চার সেলে নিয়ে উপড়ে ফেলা হতো দাঁত ও নখ। বৈদ্যুতিক শকের পাশাপাশি মূলত ৬টি পদ্ধতিতে নির্যাতন চালাতো আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। গুমের শিকার ব্যক্তিদের সাক্ষাতকারভিত্তিক অনুষ্ঠান।
next post

