রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ংকর

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) বা আনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক পদ্ধতিতে নির্বাচন ভয়ংকর। পিআর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকালে আরেকজন প্রধানমন্ত্রীর মতো পরিস্থিতি তৈরি হবে। সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, ‘আপনাদের যারা অনেক বয়সের আছেন, তাদের কারও কারও মনে আছে; পাকিস্তান আমলে এটা হতো। তো এই পদ্ধতি একটি অস্থিতিশীল সরকার তৈরি করে। আর শুধু তাই নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন করে অনেক দেশই সমস্যার মধ্যে আছে।’
তিনি বলেন, নেপালে পিআর পদ্ধতি ভালোভাবে কাজ করছে না। আরেকটা হলো সবচেয়ে ভয়ানক, যদিও এই দেশের নাম নিলে পরে মুখ পরিষ্কার করতে হয়, সেটা হলো ইসরায়েল। ইসরায়েলে যে গাজা যুদ্ধ অব্যাহত আছে, নৃশংস হত্যাকাণ্ড চলছে; এটা পিআর পদ্ধতির কারণে। কারণ নেতানিয়াহু ছোট ছোট ধর্মীয় দলের কাছে জিম্মি হয়ে গেছে। তারাই এখন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না। মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে পারে।
বিআরএসটি/এসএস

Related posts

পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়ে সরকারকে নোটিশ

News Desk

২৫০টির অধিক আসন পেয়ে বিএনপি জয়লাভ করবে: দুলু

News Desk

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ জনের মৃত্যু

News Desk

ইউক্রেনে স্থল নৌ ও আকাশপথে সেনা পাঠাতে প্রস্তত ২৬ দেশ

News Desk

চারবার ফোন করেছেন ট্রাম্প, ধরেননি মোদি; জার্মান পত্রিকার প্রতিবেদন

News Desk

গৃহে ধাত্রীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

News Desk
Translate »