সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৭২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ১৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও অভিযানে একটি একনলা বন্দুক, ২টি এলজি ও এক রাউন্ড কার্তুজ ছাড়াও একটি বার্মিজ চাকু, একটি কিরিচ ও একটি রামদা জব্দ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

previous post