সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে সাদিয়া জাহান প্রভা অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি এসব ছবি বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করছে বলে দাবি করেন তিনি।
প্রভা বলেন, আমি তাদের থেকে কোনো সার্ভিস নিইনি এবং কোনো সম্পর্ক নেই। ঘুরতে গেলে নিজের খরচেই যাই। এরপরও আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তারা তাদের ব্র্যান্ডিং করছে। এটি একদমই অনৈতিক।
তিনি প্রতিষ্ঠানটিকে সতর্ক করে বলেন, আমার অনুমতি ছাড়া আমার ছবি ও ভিডিও ব্যবহার করা বন্ধ করুন। আমি অনুমতি দেইনি। এটি ঠিক নয়। পাশাপাশি তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন।
সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ করেন এবং তার পর থেকে অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বর্তমানে কাজের পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণেও তাকে দেখা যায়।
বিআরএসটি/এসএস