শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

ডাকসুতে ছাত্রদলের প্যানেল: ভিপি পদে আবিদুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) বেলা ১২টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যালেন ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
এতে ভিপি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান এবং জিএস পদে কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের তানভীর বারী হামিমকে মনোনয়ন দেয়া হয়। এছাড়াও এজিএস পদে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদের নাম ঘোষণা করা হয়।
এসময় ছাত্রদল সভাপতি রাকিব জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বী ডাকসুর গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন। তার সম্মানার্থে এ পদে কোনও প্রার্থী দেয়া হয়নি।
এছাড়া বাকী সবগুলো পদেই প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল। জুলাই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে সংগঠনটি ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে বলেও জানিয়েছেন রাকিবুল ইসলাম রাকিব।

বিআরএসটি/এসএস

Related posts

‘শেফালির হার্ডওয়্যার ভালো ছিল, কিন্তু সফটওয়্যার খারাপ ছিল’

brs@admin

বিশ্বের দ্রুততম ইন্টারনেটের দেশ এখন জাপান, গতি ১.০২ পেটাবিট

News Desk

আঠারো বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত

News Desk

চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর

News Desk

সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

News Desk

ইরানের নিরাপত্তার ওপর যেকোনো হুমকির জবাব হবে অকল্পনীয়: আইআরজিসি

News Desk
Translate »