শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

চাহিদা-প্রাপ্তিতে জ্যোতিদের পার্থক্য

সামনে নারী ওয়ানডে বিশ্বকাপ। হাতে এক মাসের বেশি সময় রয়েছে। দলগুলো ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ভারত-অস্ট্রেলিয়ার মতো দল সিরিজ খেলারও ব্যবস্থা করেছে। নিগার সুলতানা জ্যোতিদের সামনে সে সুযোগ নেই। তবু বসে নেই বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা।

বিকেএসপিতে গতকাল শুরু হয়েছে তিন দলের উইমেনস চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্ট। তবে নিজেদের মধ্যকার খেলায় আলো কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি ব্যাটাররা।

নারী সবুজ দল, লাল দল ও পুরুষ অনূর্ধ্ব-১৫ দলের এই টুর্নামেন্টে গতকাল উদ্বোধনী ম্যাচে দেখা গেছে রানখরা। পুরো ম্যাচে জ্যোতি ছাড়া আর কোনো ব্যাটার পারেননি বড় ইনিংস খেলতে। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৪৭.৪ ওভারে মাত্র ১৪৪ রানে শেষ হয় লাল দলের ইনিংস।

জবাবে সবুজ দল ৪০.১ ওভারে ১১২ রান করে অলআউট হয়। ম্যাচটিতে জ্যোতি ১৩১ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। সবুজ দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ফারজানা হক। বাকি কোনো ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং দেখা যায়নি।

বল হাতে অনেকেই ভালো করেছেন। লাল দলের মারুফা আক্তার ও ফাহিম খাতুন নেন ৪টি করে উইকেট। সবুজ দলের নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ২টি করে উইকেট পেয়েছেন। আজ এই টুর্নামেন্টের কোনো ম্যাচ নেই। আগামীকাল মুখোমুখি হবে নারী লাল দল ও পুরুষ অনূর্ধ্ব-১৫ দল।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

News Desk

নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে ‘এআই’ : সিইসি

News Desk

ইরানের এক হামলায় ইসরাইলের ৩০ বৈমানিক নিহত, সাবেক রাষ্ট্রদূতের দাবি

News Desk

গ্যাস-বিদ্যুতের দাম আপাতত বাড়াচ্ছে না সরকার : জ্বালানি উপদেষ্টা

brs@admin

চুক্তি না হলে ভারতের রপ্তানিতে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

News Desk

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk
Translate »