বিএনপির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তিন অঙ্গসহযোগী সংগঠনের একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এই সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় গত বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে দেশব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা আসে। সংগঠনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ ১৯ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হবে।
দুপুর ২টায় আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সারাদেশে জেলা ও মহানগর শাখায় র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলদ-বনজ বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। ২০ আগস্ট একই ধরনের কর্মসূচি পালন করবে থানা, উপজেলা ও পৌর শাখাগুলো।
বিআরএসটি/এসএস

previous post