পঞ্চগড়ের ছাত্রদলকর্মী জাবেদ উমর জয় হত্যা মামলার প্রধান আসামি আলামিন (২১) ও তার বড় ভাই আকাশকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে বোনের বাসায় আশ্রয় নিয়েছিলেন তারা দুই ভাই। শুক্রবার (১৫ আগস্ট) সকালে সেখান থেকেই তাদের গ্রেপ্তার করে নিয়ে আসে পঞ্চগড় সদর থানা পুলিশের একটি দল।
গ্রেপ্তার আসামিরা পঞ্চগড় জেলা শহরের নতুনবস্তি এলাকার বাসিন্দা।
শনিবার রাতে তাদের আদালতে তোলা হয়। এ সময় আদালত এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।
বিআরএসটি/এসএস

previous post