শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পুতিনের মাথার ওপর বোমারু বিমান উড়াল যুক্তরাষ্ট্র

শক্তি প্রদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার ওপর দিয়ে নিজেদের বি-২ বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান পুতিন। তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান।

এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন। তখনই শক্তিশালী বি-২ বোমারু উড়ে যায়।

ওই সময় অনেকটা চমকে ওঠেন পুতিন। তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান।

২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের ওপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন। বি-২ বোমারুর সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছে সেগুলো যাওয়ার সময় পুতিন উপরের দিকে ফিরে তাকান।

বি-২ বোমারু যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এটি অন্যদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে।

চলতি বছরের জুনে ইরানের ফর্দোসহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলায় যুক্তরাষ্ট্র এ বিমান ব্যবহার করে।

বি-২ বোমারু বিমান আকাশেই জ্বালানি নিতে পারে। এরফলে এটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এটি সাধারণ ও পারমাণবিক উভয় অস্ত্র বহন করতে পারে। এটি একসঙ্গে ১৬টি বি৮৩ পারমাণবিক বোমা বহন করে উড়তে পারে।

শুক্রবার গ্রিনিচ মান সময় বিকেল ৫টা ৫৪ মিনিটে (স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিট) পুতিনের বিমান আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি সামরিক ঘাঁটিতে অবতরণ করে। বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার পর দুই নেতা একসঙ্গে মার্কিন প্রেসিডেন্টের লিমুজিনে ওঠেন এবং সেখান থেকেই একান্ত আলোচনার মাধ্যমে শীর্ষ বৈঠকের সূচনা হয়।

বিমানবন্দরে সাক্ষাতের ১৫ মিনিট পর ক্ষুদ্র পরিসরের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়, যা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। এরপর দুই নেতা গণমাধ্যমের সামনে আসেন।

পরে রুশ প্রেসিডেন্ট কাছাকাছি একটি স্মৃতিসৌধ কবরস্থানে গিয়ে সোভিয়েত পাইলটদের কবরের কাছে ফুল অর্পণ করেন।

এটি ছিল প্রায় এক দশক পর পুতিনের যুক্তরাষ্ট্র সফর। এর আগে তিনি ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

‘ঈদ আনন্দ উৎসব’, থাকছে ঈদ জামাত, আনন্দমিছিল, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

brs@admin

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশ কঠিন পরিস্থিতিতে পড়বে : তাহের

brs@admin

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেফতার

News Desk

যমুনার সামনে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

News Desk

২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে ৪০০ শতাংশ

brs@admin

মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সংকটের সমাধান চায় : ফখরুল

News Desk
Translate »