নাজিম উদ্দীন, যশোর : যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে জলাবদ্ধতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না।
গতকাল তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে দুস্থ পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও বন্যার কবলে থাকায় কুলটিয়া ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে জীবনযাপন করছেন। অনেকেই ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। এমন পরিস্থিতিতে ইউএনও নিশাত তামান্না নিজে ত্রাণ নিয়ে বানভাসি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান। তাঁর সঙ্গে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম।
ইউএনও নিশাত তামান্না বলেন, “জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও সহায়তা পৌঁছে দিচ্ছি।” এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আরও সহায়তার আশ্বাস দেন তিনি।
উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে যথাযথভাবে সহায়তা দেওয়ার চেষ্টা করছি।”
বিআরএসটি/এসএস