অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সরকার হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর জন্য নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে হজ ব্যবস্থাপনায় যেকোনো ধরনের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, ‘এক টাকা ঘুষ খেলেও ফাঁসি দেয়া হবে’।
বৃহস্পতিবার (১৪ই আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ‘জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করেছে।
ড. খালিদ হোসেন বলেন, “হজ ব্যবস্থাপনায় কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী যদি কোনো এজেন্সির সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ধর্ম উপদেষ্টা জানান, ২০২৬ সাল থেকে হজ ব্যবস্থাপনার পুরো প্রক্রিয়াটি সরকারের কঠোর নজরদারির আওতায় আনা হবে। তিনি বলেন, “আগামী বছর থেকে হজ ব্যবস্থাপনা অনিয়ম ও দুর্নীতিমুক্ত করতে আমরা কঠোরভাবে মনিটরিং করব।”
এবারের হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরে তিনি জানান, গুরুতর অসুস্থ কোনো ব্যক্তিকে এ বছর হজে যাওয়ার অনুমতি দেয়া হবে না। এছাড়া, যেসব হজ এজেন্সি নিষ্ক্রিয় রয়েছে, তাদের লাইসেন্স বাতিলের বিষয়েও সরকার সিদ্ধান্ত নেবে বলে তিনি উল্লেখ করেন।
বিআরএসটি/এসএস