বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টা নাগাদ বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
জামায়াত আমিরকে সংবর্ধনা জানাতে হাসপাতালের সামনের রাস্তায় জড়ো হন় নেতাকর্মীরা। তার আগে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির কেন্দ্রীয় নেতারা।
ডা. শফিকুর রহমান জানান, তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দুই সপ্তাহ বিশ্রামের পর জামায়াত আমির জনসম্মুক্ষে সক্রিয় হবেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বিআরএসটি/এসএস