বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বিএনপি। তবু দেশের প্রাপ্য পানির ন্যায্য হিস্সা আদায় করা হবে ইনশাআল্লাহ।
গতকাল (রোববার) বিকালে রাজশাহী নগরীর মাদরাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জনরোষে স্বৈরাচার পালিয়েছে। এখন মূল লক্ষ্য গণতন্ত্র সমুন্নত রাখা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার বাস্তবায়ন হবে। দেশের জনগণ বিএনপির ওপরই আস্থা রাখতে চায়। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে।’
বিআরএসটি/এসএস