28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। সোমবার (১১ আগস্ট) এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

ক্যানবেরায় মন্ত্রিসভার বৈঠকের পর আলবানিজ বলেন, ‘ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে ফিলিস্তিনি জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। আমরা এই অধিকারকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করব।’ দ্বি রাষ্ট্র সমাধানের গতি ত্বরান্বিত করতে সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে অস্ট্রেলিয়া এ পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তবে মন্ত্রিসভার বৈঠক চলাকালেই সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছিল, আগামী কয়েক দিনের মধ্যেই এমনকি আজই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুত অস্ট্রেলিয়া সরকার।

বৈঠক শেষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, এই ধরনের রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না। তার অভিযোগ, ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে। গাজার পরিস্থিতি বিশ্বের সবচেয়ে ভয়াবহ আশঙ্কাকেও ছাড়িয়ে গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত প্রতিশ্রুতির ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়ে আলবানিজ বলেন, এই প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ফিলিস্তিনি সরকারে হামাসের কোনো ভূমিকা না থাকা, গাজার সামরিকীকরণ এবং নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা।

তিনি আরও জানান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে ইসরাইলের অস্তিত্বের অধিকার স্বীকার করবে এবং বড় ধরনের সংস্কার কার্যক্রম হাতে নেবে।

আলবানিজ বলেন, গত দুই সপ্তাহে তিনি এ বিষয়ে ব্রিটেন, ফ্রান্স, নিউজিল্যান্ড ও জাপানের নেতাদের পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা বলিনি : নাহিদ ইসলাম

brs@admin

কবর দেওয়ার জায়গা নেই গাজায়

News Desk

হংকংকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

brs@admin

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং

News Desk

থাইল্যান্ডে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

News Desk

তারা গণতন্ত্রের শত্রু : সালাহউদ্দিন আহমেদ

News Desk
Translate »