শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনাম

ওসি প্রদীপের ফাঁসি বিলম্বে ক্ষুব্ধ এক্স ফোর্সেস

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগেই। কিন্তু এখনও তার ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা করা হয়নি। এটা কেবল বিলম্ব নয়, এটা ন্যায়বিচারের অপমান, জাতির সঙ্গে প্রহসন।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ সাইফ (অব.)।

লিখিত বক্তব্য তিনি বলেন, প্রদীপের মতো একজন দাগী খুনির ফাঁসি কার্যকরে সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে? যে অপরাধীরা রাজনৈতিক বা প্রশাসনিক ছত্রছায়ায় থাকলে বিচার এড়িয়ে যেতে পারে? এই বিলম্ব শুধু ভুক্তভোগীর পরিবার নয়-আমাদের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর। এমন ঘটনা সাধারণ মানুষের মনোবলকে আঘাত করছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে জানাচ্ছি, এই বিলম্ব আর চলবে না। আমরা আজ সোমবার এই সংবাদ সম্মেলন করে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই- প্রদীপের ফাঁসির কার্যকরের নির্দিষ্ট তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে। অন্যথায়, আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ সাইফ (অব.) বলেন, ন্যায়বিচার শুধু আদালতের রায়ে নয়, তার বাস্তবায়নে প্রমাণিত হয়। আর যদি সেই বাস্তবায়ন না হয়; তাহলে তা হবে জনগণের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ।
বিআরএসটি/এসএস

Related posts

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে আশাবাদী বাংলাদেশ

News Desk

কারা অধিদপ্তরের এআইজির মৃত্যু

News Desk

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ

brs@admin

দাঙ্গায় জড়ালে পায়ে গুলি করার নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের

News Desk

‘এক-এগারোর পুনরাবৃত্তি ঠিক হবে না’ : ইকবাল করিম

brs@admin

জিয়া স্মৃতি জাদুঘর রূপান্তর হবে পূর্ণাঙ্গ মিউজিয়ামে : ফারুকী

brs@admin
Translate »