রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

বিমান থেকে ত্রাণ মাথায় পড়ে ফিলিস্তিনি কিশোর নিহত

গাজায় চলমান যুদ্ধের মধ্যে বিমান থেকে ফেল খাদ্যসহায়তাছে বিভিন্ন দেশ ও সংস্থা। শনিবার (৯ আগস্ট) মধ্য গাজার নেটজারিম করিডোরের কাছে এই সহায়তার একটি বাক্স মাথায় পড়ে নিহত হয়েছেন ১৫ বছরের মুহান্নাদ জাকারিয়া ঈদ।

আলজাজিরা যাচাইকৃত ভিডিওতে দেখা যায়, মুহান্নাদের নিথর দেহ ঘিরে স্থানীয়রা জড়ো হয়েছেন। কেউ কেউ তাকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু তার মুখ রক্তে ভেসে যাচ্ছিল। অন্য এক ফুটেজে দেখা যায়, ভাই তাকে স্থানান্তর করছেন এবং নুসাইরাতের আল-আওদা হাসপাতালে বাবা তার মৃতদেহ আঁকড়ে ধরে কান্না করছেন।

ভাই রয়টার্সকে জানান, দুর্ভিক্ষ ও কঠিন পরিস্থিতির মধ্যে মুহান্নাদ সাহায্য নিতে গিয়েছিল, কিন্তু বিমান থেকে ফেলা একটি বাক্স সরাসরি তার মাথায় পড়ে মৃত্যু হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাহায্যের নামে বাচ্চাদের হত্যা করা হচ্ছে, কেউ আমাদের অনুভব করে না।”

জাতিসংঘ বহুবার সতর্ক করে বলেছে—বিমান থেকে ত্রাণ ফেলা বিপজ্জনক, অকার্যকর ও ব্যয়বহুল। তারা ইসরায়েলকে স্থলপথে অবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে আহ্বান জানিয়েছে।

গাজা সরকারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে বিমান থেকে ত্রাণ ফেলার ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত এবং ১২৪ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ বারবার স্থলপথে খাদ্য, শিশুর দুধ, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশের দাবি জানালেও তা উপেক্ষিত হচ্ছে।

সোর্স: রয়টার্স

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত

News Desk

অপহৃত চবির ৫ শিক্ষার্থীসহকে উদ্ধারে খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান

brs@admin

ফের বাড়লো স্বর্ণের দাম

News Desk

তুরস্কে একদিকে ভারি তুষারপাত, অন্যদিকে ভয়াবহ দাবানল

brs@admin

সাবেক সিইসি হাবিবুল আউয়াল গ্রেফতার

brs@admin

হাসপাতালের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার

News Desk
Translate »