শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদসারাদেশ

পিরোজপুরে বিএনপির বিজয় মিছিল

পিরোজপুর প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে পিরোজপুরে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের স্টেডিয়াম মাঠ থেকে বিজয় মিছিল শুরু হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলু, এডভোকেট আবুল কালাম আকন, এলিজা জামান, সাঈদুল ইসলাম কিসমত, শেখ রিয়াজ উদ্দিন রানা ও শেখ হাসানুল কবীর লীন প্রমুখ।

বক্তারা বলেন, “জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসক হাসিনার পতনে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সূর্যের উদয় ঘটে। ছাত্র ও জনতার রক্তে রচিত এই বিজয় আমাদের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দেশের জনগণ আজ একতাবদ্ধ।” বক্তারা আরও বলেন, “স্বৈরাচারবিরোধী এই আন্দোলনে প্রাণ উৎসর্গকারী দুই হাজারের বেশি ছাত্র ও জনতার আত্মদান বৃথা যাবে না। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই হবে এই আত্মত্যাগের চূড়ান্ত প্রতিফলন।”

এদিকে, বিজয় শোভাযাত্রা ও সমাবেশে পৌর যুবদল নেতা মুরাদ শেখের নেতৃত্বে বিশাল মিছিল সমাবেশে যুক্ত হয়। মিছিলে আরো উপস্থিত শামিম, আরমান মোল্লা, রুবেল মিরা, কিসলু হাওলাদার, চাঁন হাওলাদার , আজিম মোল্লা, জাকারিয়া, জুয়েল শেখ প্রমূখ।

বিআরএসটি/এসএস

Related posts

সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

News Desk

বেতন ও অবসরকালীন ভাতা বাড়লো গ্রাম পুলিশের

News Desk

দেশের নদীবন্দর সমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত

News Desk

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত ২

News Desk

সুন্দরবনে ডাকাতের হাতে জিম্মি ৯ জেলে উদ্ধার, দুইজন আটক

News Desk

৩ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ

News Desk
Translate »