শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদশিরোনামসারাদেশ

চরফ্যাশনে জোড়া খুন ও মরদেহ পোড়ানোর মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ভোলার চরফ্যাশনে জমি বিক্রির টাকা হাতিয়ে নিতে সংখ্যালঘু দুই ভাইকে গলা কেটে হত্যা করে মরদেহ পুড়িয়ে গুমের ঘটনার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা, আসলামপুর ইউনিয়নের জাফর উল্লাহ ফরাজীর ছেলে মো. বেল্লাল (৩৭), দক্ষিণ চর মানিকার ইউনিয়নের সামসুদ্দিন বয়াতির ছেলে মো. সালাউদ্দিন (৩০) এবং শাহ আলম মুনসির ছেলে শরিফুল ইসলাম (৩১)।

অন্যদিকে, আবুল কাসেমকে ৫ মাসের এবং আবু মাঝিকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৭ এপ্রিল সংখ্যালঘু দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীলকে জমির টাকা হাতিয়ে নিতে গলা কেটে হত্যার পর তাদের মাথা বিচ্ছিন্ন করে পরিত্যক্ত বাগানে পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে ফেলে আসামিরা। পরদিন পুলিশ সুন্দরীর খালসংলগ্ন বাগান থেকে দুইটি পোড়া মরদেহ উদ্ধার করে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত হলে নিহতদের ভাই নিপেন চন্দ্র সরকার একই বছরের ৯ এপ্রিল চরফ্যাশন থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে দুইটি মাথার খুলি ও খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন বাদী নিপেন চন্দ্র সরকার।

চরফ্যাশনের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন জানান, এই প্রথম চরফ্যাশন আদালতে কোনো হত্যা মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ হলো। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন কারাগারে, বাকি দুইজন পলাতক। তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

অভিনয়ে ২৫ বছর পূর্তি, শাকিব খানকে নিয়ে অপু-বুবলীর আবেগঘন পোস্ট

brs@admin

টাঙ্গাইলে জেলা মৎস্যজীবী লীগের সভাপতিকে কারাগারে প্রেরণ

News Desk

ইরান দূতাবাসে শোক বইয়ে জামায়াতের স্বাক্ষর

brs@admin

অতিরিক্ত শর্ত দিলে আইএমএফ থেকে ঋণ নেবে না বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

brs@admin

বর্তমান ইসি মেরুদণ্ডহীন : নাসীরুদ্দীন পাটওয়ারী

News Desk

অদৃশ্য অফিস খরচের নামে পৌর মার্কেটের দুই কোটি টাকা লোপাট!

News Desk
Translate »