মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ থাকা দল) সভাপতি শাজাহান মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল (৩ আগস্ট) সন্ধ্যার দিকে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়নের নরারকান্দি গ্রামের মরহুম মহসিন মোল্লার ছেলে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান শাজাহান মোল্লা একটি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। আজ (৪ আগস্ট) সকালে তাকে মাদারীপুর আদালতে পাঠানো হয়।
বিআরএসটি/এসএস