যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে তৃতীয় দফার আলোচনার প্রথম দিনের বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। যেখানে ধারণা মিলেছে বাংলাদেশের শুল্ক কমানোর বিষয়ে। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা এমন তথ্য নিশ্চিত করেছেন।
দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির বাণিজ্য প্রতিনিধি- ইউএসটিআরের কাছে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের গৃহীত পদক্ষেপ তুলে ধরা হয়েছে। যাতে প্রতিনিধিদের খানিকটা আশ্বস্ত মনে হয়েছে। তবে পরবর্তী দু’দিনের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে।
গতকাল (২৯ জুলাই) দুপুরে এই বৈঠক শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। তিন দিনের এই আলোচনা বৃহস্পতিবার (৩১ জুলাই) শেষ হওয়ার কথা।
বিআরএসটি/এসএস