ভােলার লালমোহন পৌরসভা ৯নং ওয়ার্ডের স্বর্ণালী সড়কটি খালের ভাঙন থেকে রক্ষাকরণ ও সড়কটি সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সড়কটির ভাঙন কবলীত স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করে ওই এলাকার শতাধিক বাসিন্দা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, লালমোহন পৌরসভার মধ্যে সবচেয়ে অবহেলিত এলাকা পৌরসভার ৯নং ওয়ার্ড। এ ওয়ার্ডের স্বর্ণালী সড়কটি কয়েক যুগ ধরে ধীরে ধীরে খালের পেটে চলে গেছে। তবে কখনই সড়কটি রক্ষায় কেউ এগিয়ে আসেনি।
খালে জােঁয়ার এলেই ডুবে যায় স্বর্ণালী সড়ক, ফলে ব্যাপক দুর্ভোগ পড়েন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ঝড়-বন্যার সময় নিরাপদ আশ্রয়ে যেতে হলে এবং স্থানীয় আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় ও সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয়।
স্থানীয় মাদ্রাসা শিক্ষক মাও: সিদ্দিকুর রহমান জানান, জোয়ারের সময় রাস্তাটির ভাঙ্গা অংশটুকুও পানিতে তলিয়ে যায় তাই মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা মাদ্রাসায় আসতে ও যেতে পারেনা, আমরা এর অবসান চাই।
স্থানীয় বাসিন্দা মীর ফরিদ উদ্দিন বলেন, রাস্তাটি বিলীন হওয়ায় এলাকার বাসিন্দাদের দুর্ভোগের শেষ নেই। এলাকার কোন বাসিন্দা অসুস্থ হলে একাটা অ্যাম্বুলেন্স আনারও উপায় নেই। বাচ্চারা স্কুলে যেতে পারেনা তাই তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। এলাকার বাসিন্দাদের জরুরি প্রয়োজনেও দীর্ঘ পথ ঘুরে যতায়াত করতে হয়। বিগত সময় গুলোতে গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছে অনেকে। এই রাস্তাটি যেন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। তাই রাস্তাটি জরুরি সংস্কারে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুদ করিম লিটন বলেন, বিগত আওয়ামী সরকার বিভিন্ন সময়ে রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও শুধু কালক্ষেপন করে গেছে। তবে কোন কাজের বাস্তবায়ন করেনি। এখন তো আর স্বৈরাচার সরকার নেই, তাই উন্নয়ন কর্মকাণ্ডেও কোন বাঁধা নেই। শুধু সদিচ্ছা থাকাটাই জরুরি। তাই অতিদ্রুত স্বর্ণালী সড়কটি সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি- মাসুদ করিম লিটন, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লাভলু পাটওয়ারী, লালমোহন পৌরসভা যুবদলে আইন বিষয়ক সম্পাদক মীর ফরিদ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দাগণ।
বিআরএসটি/এসএস