28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন, মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটি গণকল্যাণমুখী নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যে দেশকে নতুন সংবিধানের পথে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, এই দেশ আমাদের, জনগণের জন্যই আমরা নতুন সংবিধান তৈরি করব ইনশাআল্লাহ।

রোববার (২৭ জুলাই) দুপুর ১২টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, দীর্ঘ ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা সরকার সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তবে জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই স্বৈরশাসকের পতন ঘটিয়েছে এবং তরুণদের হাত ধরে এখন গড়ে উঠবে একটি সুন্দর ও ন্যায্য সমাজ।

নাহিদ আরও বলেন, নতুন সংবিধান প্রণয়নের জন্য প্রয়োজন একটি গণপরিষদ নির্বাচন, যেখানে জনগণ সরাসরি অংশ নিয়ে তাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র কাঠামোর রূপরেখা দেবে।

তিনি নেত্রকোনার বন্যাকবলিত অঞ্চলগুলোর প্রসঙ্গ তুলে বলেন, এই জেলাকে টেকসই উন্নয়নের দিকে নিতে হলে জাতীয় নাগরিক পার্টির পাশে থাকতে হবে। ইনশাআল্লাহ আমরা জনগণের কল্যাণে কাজ করে যাব।

এর আগে, ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় নেতারা জেলা শহরে পদযাত্রার আয়োজনের কথা থাকলেও পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় সভা করেন। সেখান থেকে পুরাতন কালেক্টরেট মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারি এবং যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সারজিস আলম। পরে নেতারা শহীদ মিনার অভিমুখে পদযাত্রা করে আবার মাঠে ফিরে বক্তব্য দেন এবং সমাবেশ শেষে শেরপুরের উদ্দেশে যাত্রা করেন।
বিআরএসটি/এসএস

Related posts

জামালপুর সীমান্তে ৭ জনকে পুশইন করেছে বিএসএফ

News Desk

হামজা ও শমিতকে ছাড়াই নেপাল যাচ্ছে বাংলাদেশ

News Desk

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিবসহ ১৪ বাংলাদেশি

News Desk

অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা

brs@admin

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে রেকর্ডসংখ্যক শিক্ষক নিয়োগ

brs@admin

পালিয়ে গিয়ে আওয়ামী লীগের কবর রচনা করেছে শেখ হাসিনা : নুর

News Desk
Translate »