শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদসারাদেশ

সুনামগঞ্জে ভারতীয় বিভিন্ন ধরনের মালামাল জব্দ

সুনামগঞ্জ জেলার সদর ও জামালগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় একটি স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় ফুসকা, সিরামিকের কাপ, পিরিচ, জিলেট ব্লেড এবং বাসমতি চাল আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় সদর উপজেলার সাচনা ও জামালগঞ্জ উপজেলার রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকা হতে সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক দল এসব মালামাল জব্দ করে।

রোববার (২০ জুলাই) বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর লে. তালহা জোবায়ের-এর সাথে শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পের ১০ জন সেনা সদস্য এবং বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ২৪ জন অংশগ্রহন করেন।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাগ সাড়ে ১১ টায় সেনাবাহিনী ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম দিকে সাচনা জামালগঞ্জ রক্তি নদীর নেয়ামতপুর ব্রীজ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। পরে মালিকবিহীন একটি স্টিল বডি নৌকাসহ ১২ হাজার ৩২৩ কেজি ভারতীয় ফুসকা, ১৬৯ পিস সিরামিক কাপ, ২৫৬ পিস সিরামিক পিরিচ, ৪৬৮ পিস কাচের গ্লাস, দুইলাখ ১০ হাজার পিস জিলেট ব্লেড এবং ছয়শ’ কেজি বাসমতি চাল আটক করে। আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক সিজার মূল্য এককোটি পাঁচলাখ পঞ্চান্ন হাজার ছয়শ’ টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, আটককৃত স্টিল বডি নৌকাসহ ভারতীয় ফুসকা, সিরামিক কাপ, পিরিচ, কাচের গ্লাস, জিলেট ব্লেড এবং বাসমতি চাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

দুদকের মামলা থেকে খালাস টুকু, নাসির ও হেলাল

News Desk

ঈদুল আজহার বিশেষ ট্রেন যাত্রা শুরু

brs@admin

নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর

brs@admin

ফের ভারত থেকে পুশইন, পাটগ্রাম সীমান্তে আটক ২০

brs@admin

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে: গয়েশ্বর

News Desk

সিরাজদিখানে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে

News Desk
Translate »