শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদঅর্থনীতিপ্রচ্ছদ

বাংলাদেশকে অপেক্ষার বার্তা যুক্তরাষ্ট্রের

রপ্তানি পণ্যে আরোপ করা পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের। ৩৫ শতাংশ পাল্টা শুল্কের নিয়ে সম্ভাব্য আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ জানায়নি মার্কিন বাণিজ্য দপ্তর (ইউএসটিআর)।

এমন পরিস্থিতিতে শুল্ক চুক্তিবিষয়ক বাংলাদেশের অবস্থানপত্র আজ রোববারের (২০ জুলাই) বদলে আগামীকাল সোমবার (২১ জুলাই) পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

সরকারি ও বেসরকারি বিশ্লেষকদের মতে, এই আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের দিকগুলো বড় আকারে সামনে এলেও বিষয়টিকে দেশটি ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য চাপ তৈরির একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

মার্কিন প্রশাসনের সঙ্গে প্রতিনিধিদলের দ্বিতীয় দফার বৈঠক শেষে দেশে ফেরার পর দফায় দফায় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। এসব বৈঠকে সংশ্লিষ্টদের মতামত পাওয়ার পর বিভিন্ন পদক্ষেপের বিষয়ে প্রস্তুতি সম্পন্ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

আলোচনায় যুক্ত বিভিন্ন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, চুক্তির প্রশ্নে মার্কিন দাবি ও শর্তের ক্ষেত্রে দুটি বিষয় স্পষ্ট। একটি বাণিজ্যসংক্রান্ত ইস্যু, অপরটি অ-বাণিজ্যসংক্রান্ত। বাণিজ্য ইস্যুগুলোর বিষয়ে বৈঠকেই সমাধান পাওয়া গেছে এবং সে অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলা হয়েছে। কিন্তু অ-বাণিজ্যসংক্রান্ত ইস্যুগুলোর বিষয়ে ইতিবাচক-নেতিবাচক উভয় দিক পর্যালোচনা করে আলোচকেরা এর জন্য সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী সিদ্ধান্ত প্রয়োজন বলে মত দিয়েছেন।

এ বিষয়ে বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান গতকাল শনিবার গণমাধ্যমকে বলেন, ‘মার্কিন বাণিজ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ হচ্ছে। তারা একটু সময় চেয়েছে। এ কারণে আমরা শুল্ক চুক্তি ইস্যুতে যে বিষয়ের ওপর চূড়ান্ত আলোচনায় যাব, তার চূড়ান্ত অবস্থানপত্র রোববারের পরিবর্তে সোমবার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
বিআরএসটি/এসএস

Related posts

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

brs@admin

দেশে গভীর চক্রান্ত চলছে: রিজভী

News Desk

বাল্টিমোরে সেনা মোতায়েনের হুমকি দিলেন ট্রাম্প

News Desk

মানিকগঞ্জের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার

brs@admin

সারাদেশে গ্রেফতার আরও ১৭৫৫

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে বসছেন ১৪টি দল

News Desk
Translate »