শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

সিরিজ জয় জুলাই শহীদদের উৎসর্গ লিটনের

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ফিল সিমন্সের দল। এটা লঙ্কানদের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়। ঐতিহাসিক এই সিরিজ জয়টা জুলাই শহীদদের উৎসর্গ করেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস।

শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৮৩ রানের জয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় সফরকারী দল। এবার শেষ ম্যাচ জিতে ট্রফি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রানে থামে শ্রীলঙ্কা। জবাবে ২১ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ (বুধবার) ১৬ জুলাই। আমরা শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা জয়টা উৎসর্গ করতে চাই।’

নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই বাজিমাত করলেন লিটন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘অধিনায়কের জন্য যেকোনো সিরিজ জয়ই অনেক ভালো অনুভূতির। আমি মনে করি বাংলাদেশ সিরিজ জেতায় আপনারাও খুশি হয়েছেন। আমরা শ্রীলঙ্কার মাটিতে এসে সিরিজ জিততে পেরেছি এজন্য বাংলাদেশের সমর্থকরাও অনেক খুশি হয়েছেন। দল সিরিজ জেতায় আমি খুশি।’

নিজেদের পরবর্তী লক্ষ্য নিয়ে লিটন বলেন, ‘আগের দুই সিরিজেও দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। হয়তো অনেক খেলোয়াড়ের চোটের কারণে পূর্ণ দল পায়নি। আপনাকে তো দীর্ঘমেয়াদী চিন্তাভাবনাও করতে হবে। এশিয়া কাপ, বিশ্বকাপ আছে। কোথায়, কাদের বিপক্ষে খেলা সেসব ভাবতে হবে।’

বিআরএসটি / জেডএইচআর

Related posts

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিবসহ ১৪ বাংলাদেশি

News Desk

নির্বাচনী কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত : ইসি সচিব

News Desk

অধ্যাপক ইউনূসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি

News Desk

গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার হবে বড় সংস্কার: আলী রীয়াজ

News Desk

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সাময়িক বন্ধ

News Desk

দুই বছরের মধ‍্যে এইডসের টিকা তৈরি করতে চায় রাশিয়া

News Desk
Translate »