শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনায় কৌশলে আসামি বদলের অভিযোগ যুবদলের

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারে আসল আসামিদের বাদ দিয়ে অন্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী যুবদল। শনিবার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

মুন্না বলেন, আমরা জানতে চাই, কারা এবং কেন আসল তিন আসামিকে বাদ দিয়ে নতুন তিনজনকে মামলার আসামি করল? ঘটনাটি বুধবার ঘটলেও শুক্রবার তা গণমাধ্যমে প্রচার পেয়েছে এই বিলম্বের নেপথ্যেও কারা জড়িত, তা খুঁজে বের করতে হবে।

তিনি জানান, নিহত লাল চাঁদের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট তিনজনের নাম দেয়া হলেও মামলার এজাহারে তাদের বাদ দিয়ে নতুন তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সিসিটিভি ফুটেজে যাদের হত্যাকাণ্ডে জড়িত দেখা গেছে, তারা প্রধান আসামি হিসেবে উল্লেখও হয়নি।

মুন্না আরও বলেন, যারা প্রাণঘাতী আঘাত করেছে, তারা এখনো গ্রেপ্তার হয়নি। কেন? ৬০ ঘণ্টার বেশি সময় পার হলেও খুনিদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেই। এটি রহস্যজনক।

সংগঠনের পক্ষ থেকে দায় অস্বীকার না করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে যুবদল সভাপতি আরও জানান, আমরা গতকালই পাঁচজনকে বহিষ্কার করেছি। গত এক বছরে হাজারেরও বেশি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রশাসন কি যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে? না নিয়ে থাকলে কেন নেয়নি, তা জানতে চাই।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গতকাল খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করা হয়েছে। একইদিনে চাঁদপুরে খুতবার সময় এক ইমামকে হত্যাচেষ্টাও করা হয়। এটি একটি সহিংস গোষ্ঠীর দীর্ঘদিনের রাজনৈতিক চর্চার অংশ। এসব ঘটনার পেছনেও তাদের সংশ্লিষ্টতা রয়েছে।

মুন্না অভিযোগ করেন, বর্তমানে প্রশাসনিক ব্যর্থতার সুযোগে একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর বিরুদ্ধে সিলেকটিভ প্রতিবাদ এবং কুরুচিপূর্ণ প্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।
বিআরএসটি/এসএস

Related posts

সারাদেশে আরও ১৬০২ জন গ্রেফতার

News Desk

শহীদ বেদিতে জাতীয় যুবশক্তির শ্রদ্ধা নিবেদন

brs@admin

পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk

নতুন করে আরও ১১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন

brs@admin

পঞ্চগড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

brs@admin

১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে: প্রেস সচিব

News Desk
Translate »