শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে বিএসএফ ভারত থেকে ১০ বাংলাদেশি নাগরিক পুশইন করেছে।
আজ শুক্রবার ভোর ৬টায় উপজেলার রামচন্দ্রকুড়া বিওপি সীমান্তে এই ঘটনা ঘটে।
বিজিবি জানায়, আজ ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধীন নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়া বিওপি’র সীমান্ত পিলার-১১১৮/৩-এস এর নিকটে ভারত থেকে ১০ জনকে পুশইন করা হয়। খবর পেয়ে উপজেলার পানিহাটা সীমান্তে মোট ১০ জনকে আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে ৪ জন শিশু, ২ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছে।
এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, গত ২ বছর আগে কাজের সন্ধানে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতের নয়াদিল্লীতে অবস্থান করে আসছিলেন। পরে তাদের নিকট কোন বৈধ কাগজপত্র এবং ভারতীয় পরিচয়পত্র না থাকায় আটক করে ৩ দিন আগে বিমানযোগে নয়াদিল্লী থেকে গৌহাটিতে নিয়ে আসে
ভারতীয় পুলিশ। পরবর্তীতে গৌহাটি থেকে শেরপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করে বিএসএফ।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আটককৃতদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সবাই সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং আজ বিকেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিআরএসটি/এসএস

previous post
next post