রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা, তুমি মা-বাবার কলিজার টুকরা : জোভান

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার (১০ জুলাই)। এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। অন্যান্য বছরের মতো এ বছর ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

সাধারণত পরীক্ষায় কেউ ভালো ফলাফল করেন, আবার কেউ খারাপ করেন। কেউ আবার পরীক্ষায় কৃতকার্য হতে পারেন না। আর আশানুরূপ ফল করতে না পারার জন্য মন খারাপ করেন অনেকেই। এ পরিস্থিতিতে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে একটি কাগজের সঙ্গে তুলনা করেছেন ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান।

এদিন দুপুর ২টা ৪২ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এক স্ট্যাটাসে ফারহান আহমেদ জোভান লেখেন, ‘রেজাল্ট মাত্র একটা কাগজের টুকরা। কিন্তু তুমি মা-বাবার কলিজার টুকরা। এসএসসির ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে।’

অভিনেতা জোভানের এ কথার সঙ্গে অনেকেই একাত্মতা প্রকাশ করেছেন। কেউ কেউ মন্তব্যের ঘরে প্রশংসাও করছেন তার। একজন মন্তব্য করেছেন, সহমত, খুবই ভালো কথা বলেছেন। আরেকজন লিখেছেন, সঠিক বলেছেন ভাই।

প্রসঙ্গত, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। যা শেষ হয়েছে গত ১৩ মে। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গত বছরের তুলনায় এ বছর প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল।
বিআরএসটি/এসএস

Related posts

মঙ্গল শোভাযাত্রার নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’

brs@admin

জাতীয় পতাকা পরিবর্তনের দাবি, সম্পূর্ণ ভিত্তিহীন : প্রেস উইং

brs@admin

বিচার বিভাগের প্রয়োজনীয় সব সংস্কার করা হবে — আইন উপদেষ্টা

brs@admin

জিয়া স্মৃতি জাদুঘর রূপান্তর হবে পূর্ণাঙ্গ মিউজিয়ামে : ফারুকী

brs@admin

জামায়াতের জরুরি বৈঠক

News Desk

নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার: আন্দালিব রহমান পার্থ

brs@admin
Translate »