চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা সংলগ্ন এলাকা থেকে মো. আইয়ুব (৪৬) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-৭ এর একটি দল গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
আইয়ুব রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতার আইয়ুবকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং মামলা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
বিআরএসটি/এসএস