দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ।’
জামায়াত আমির বলেন, ‘যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এ ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক— এই দেশের জনগণ কাউকে ছাড় দেবে না, আমরাও ছাড় দেবো না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য জাতি মুখিয়ে আছে। ’১৪ ’১৮ ও ’২৪ মার্কা কোনো নির্বাচন দেখতে চাই না। কিছু আলামত আমরা লক্ষ্য করছি, যারা অপকর্মের চিন্তা (নির্বাচন নিয়ে) করছেন তাদের জন্য স্পষ্ট বার্তা— মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার দরকার হলে রক্তের বিনিময়ে পরিবর্তনকে শতভাগ সফল করবে ইনশাআল্লাহ।’
আজ শনিবার (৫ জুলাই) ফেনীতে একটি সম্মেলনে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে জামায়াতের আমির কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্বরোড পথসভায় বক্তব্য দেন।
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানীং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি- সাবধান হোন, নিজেদের সামলান, নইলে জনগণই আপনাদের সামলিয়ে দেবে।’
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা ৮ বরুড়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।
বিআরএসটি/এসএস