রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

হার্নিয়ার অপারেশন করতে যাওয়া রোগীর অ্যাপেনডিক্স কাটলেন চিকিৎসক

ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনা কেবল মানুষকে হতবাকই করেনি, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং সরকারি প্রকল্পের অপব্যবহারের চিত্রও তুলে ধরেছে। জানা গেছে, হার্নিয়ার অস্ত্রোপচারের জন্য হাসপাতালে গিয়েছিলেন এক রোগী। কিন্তু হার্নিয়ার বদলে অ্যাপেনডিক্স কাটার গুরুতর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগণার সোদপুরের বাসিন্দা বিশ্বজিৎ দাসের সঙ্গে। তিনি হার্নিয়ার চিকিৎসার জন্য পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে যোগাযোগ করেন। হাসপাতাল তাকে একটি নার্সিংহোমে পাঠায়, যেটি একজন চিকিৎসকেরই।

ওই চিকিৎসক দাবি করেন, অস্ত্রোপচার ‘স্বাস্থ্য সাথী প্রকল্পের’ আওতায় হবে। কিন্তু স্বাস্থ্য সাথী প্রকল্পে হার্নিয়া অস্ত্রোপচারের খরচ নেই, আছে অ্যাপেনডিক্স অপসারণের খরচ।

রোগীর অভিযোগ, সরকারি অর্থ আত্মসাৎ করার জন্য ইচ্ছাকৃতভাবে তার অ্যাপেনডিক্স কেটে ফেলা হয়েছে, আসল সমস্যার চিকিৎসাই হয়নি।

অস্ত্রোপচারের কয়েকদিন পর বিশ্বজিৎ দাসের পেটে আবার ব্যথা ও ফোলাভাব দেখা দেয়। যখন তিনি আল্ট্রাসাউন্ড করান, তখন জানা যায় হার্নিয়া এখনও আছে, আর অ্যাপেনডিক্স কেটে ফেলা হয়েছে।

স্বাস্থ্য সাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প, যার লক্ষ্য দরিদ্রদের বিনামূল্যে অস্ত্রোপচার ও চিকিৎসা দেওয়া। কিন্তু যখন বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকরা এর অপব্যবহার শুরু করেন, তখন এটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। রোগী এবং তার পরিবারের অভিযোগ, ওই চিকিৎসক অপ্রয়োজনীয় অস্ত্রোপচার করে সরকার থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন।

উত্তর চব্বিশ পরগনার সিএমএইচও ডা. সমুদ্র সেনগুপ্ত গণমাধ্যমকে জানিয়েছেন, ওই চিকিৎসকের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ আছে। তিনি বলেন, যদি তদন্তে দোষ প্রমাণিত হয়, তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

৬ হাজার বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র

News Desk

অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার জেট রানওয়ে থেকে বিচ্যুত

News Desk

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

News Desk

‘না’ ভোটের বিধান ফিরছে: ইসি সানাউল্লাহ

News Desk

সরকার শুধু ধারণ করেছে এনসিপিকে : নুর

News Desk

সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতে আমির নিহত

News Desk
Translate »