28.1 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমাদের দেশে সংবিধানের নামে যেটি আছে সেটি সংবিধান নয়, সেটি হলো আওয়ামী বিধান।’
বৃহস্পতিবার (৩ জুলাই) নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করলাম। উনার বাবা আমাদের সাথে আছেন। সাজ্জাদরা জীবনের মায়া ত্যাগ করে কেন শহীদ হলেন? স্বৈরাচার পতনের সাজ্জাদরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে এসেছিল, সেই স্বপ্ন— নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের এই পদযাত্রা। আজকে আমাদের পদযাত্রার তৃতীয় দিন। আমরা আজকে এই সৈয়দপুর থেকে শুরু করছি। তারপর নীলফামারী পদযাত্রা করবো। এর পর আমরা পঞ্চগড়ে যাবো। আজকে তৃতীয় দিনের মতো সেখানে পদযাত্রা শেষ হবে। এর পর চতুর্থ দিনের মতো আগামীকাল ঠাকুরগাঁও অভিমুখে আমরা যাত্রা করবো’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাসনাত বলেন, ‘সাজ্জাদের বাবাই বলছিলেন, কী জন্য তুমি (সাজ্জাদ) রাস্তায় নামবে, ‘একটা নতুন বাংলাদেশের জন্য।’ একটা নতুন বাংলাদেশ শুধু যে সরকার পরিবর্তন, বিষয়টি এমন না, অবশ্যই সরকার পরিবর্তন হবে। তবে তার আগে আমাদের সিস্টেমের পরিবর্তন প্রয়োজন। যেগুলোর কারণে ফ্যাসিস্ট উৎপাদন হয়, সেই উৎপাদনের প্রক্রিয়া আমাদের বন্ধ করতে হবে। সে জন্য আমাদের প্রশাসন ও সংবিধানের সংস্কার প্রয়োজন। আমাদের দেশে সংবিধান নামে যেটি আছে সেটি সংবিধান নয়, সেটি হলো আওয়ামী বিধান।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘এখন মানুষ অনেক সচেতন। এ জন্যই ৫ আগস্টের পূর্বে তারা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমে আসে। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কামার কুমার সবাই রাস্তায় নেমে এসেছিল। কেন? কারণ তারা নতুন একটা বাংলাদেশ চাই। ফ্যাসিস্ট উৎপাদনের প্রক্রিয়া যাতে বন্ধ হয়ে যায়।’
বিআরএসটি/এসএস

Related posts

কক্সবাজারে রোহিঙ্গাবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

News Desk

শাকিবকে নিয়ে আবারও অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ

brs@admin

চট্টগ্রাম ক্লাব থেকে সাবেক সেনাপ্রধানের মরদেহ উদ্ধার

News Desk

‘কেউ বাংলায় কথা বললেই বাংলাদেশি নন’, বাংলাভাষীদের হেনস্তায় বিচলিত মমতা

News Desk

আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

News Desk

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করলো বিএনপি

News Desk
Translate »