28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মিয়ানমারে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করল বিদ্রোহীরা

মিয়ানমারের কারেনি (কায়া) রাজ্যের হপাসাওং শহরে অভিযান চালানোর সময় মিয়ানমার সরকারের একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)।

বৃহস্পতিবার (৩ জুলাই) কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাউই (মারউই) তার ফেসবুকে ধ্বংসাবশেষের ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন। ফুটেজে দেখা যাচ্ছে, প্রতিরোধ বাহিনী দুর্ঘটনাস্থলে চিৎকার করছে, ‘যোদ্ধাদের ধন্যবাদ!’

এর আগে মঙ্গলবার (৩ জুলাই) বাগো অঞ্চলের সীমান্তবর্তী একটি গ্রামের কাছে যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে মিডিয়া রিপোর্ট আসার পর কেএনডিএফ এ তথ্য নিশ্চিত করল।

মিয়ানমারের সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা মঙ্গলবার রাতে হপাসাওং-এ জান্তার পদাতিক ব্যাটালিয়ন ১৩৪ এবং ১৩৫ নম্বর সদর দপ্তরে আক্রমণ করে। সেখানে সরকারি বাহিনীকে সহায়তা করছিল ‘FTC-2000G’ মডেলের যুদ্ধবিমানটি।

জান্তা সরকারও নিশ্চিত করেছে, তাদের একটি যুদ্ধবিমান রাজধানী নেপিদো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নিখোঁজ হয়েছে। তবে তারা যান্ত্রিক ত্রুটি বা চরম আবহাওয়াকে দায়ী করেছে।

চীনে তৈরি FTC-2000G-এর মূল্য ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। মিয়ানমার সরকার চীন থেকে এই মডেলের ছয়টি জেট কিনেছিল।

ইরাবতি জানিয়েছে, ব্যাপকভাবে শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রতিরোধ বাহিনী ব্যাটালিয়ন ১৩৪ দখল করছে এবং অস্ত্র ও গোলাবারুদসহ কয়েক ডজন শাসক সৈন্য এবং তাদের পরিবারের সদস্যদের বন্দী করছে। তবে বৃহস্পতিবার সংবাদ প্রকাশের সময় পর্যন্ত কারেনি প্রতিরোধ গোষ্ঠীগুলো আনুষ্ঠানিকভাবে এসব জব্দের বিষয়টি নিশ্চিত করেনি।

এর আগে সবশেষ ১০ জুন সরকারবিরোধী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দাবি করে, তারা সাগাইং অঞ্চলের পালেতে কান ডাউক থানা দখলের সময় একটি জান্তা যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

হাসপাতালের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার

News Desk

গণহত্যাকারীদের বিচার দৃশ্যমানের পরে নির্বাচন : ড. রেজাউল

News Desk

করোনায় বৃদ্ধের মৃত্যু

brs@admin

বিনা অনুমতিতে ছবি-ভিডিও ব্যবহার, প্রভার হুঁশিয়ারী

News Desk

সারা দেশের পণ্যের বাজার দর জানা যাবে মােবাইলে

brs@admin

অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেফতার

News Desk
Translate »