রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

তিন বছরের মধ্যে প্রথমবার ম্যাক্রোঁর সঙ্গে পুতিনের আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরের পর এটি দুই নেতার মধ্যে প্রথম ফোনালাপ।

মঙ্গলবার (১ জুন) ক্রেমলিনের প্রেস সার্ভিস জানিয়েছে, রাশিয়ান ও ফরাসি প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

প্রেস সার্ভিস আরও জানিয়েছে, ফোনালাপের সময় পুতিন ম্যাক্রোঁকে বলেন, ইউক্রেন সংঘাত হলো ‘পশ্চিমা রাষ্ট্রগুলোর অনুসরণ করা নীতির প্রত্যক্ষ পরিণতি, যারা বহু বছর ধরে রাশিয়ার নিরাপত্তা স্বার্থকে উপেক্ষা করেছে’ এবং ‘রাশিয়া-বিরোধী সেতুবন্ধন’ তৈরি করেছে।

রুশ নেতা ইউক্রেন ইস্যুতে মস্কোর দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, এটি হতে হবে ‘ব্যাপক এবং দীর্ঘমেয়াদী’। ইউক্রেন সংকটের ‘মূল কারণগুলো’ সমাধান করতে হবে এবং এটি হতে হবে নতুন আঞ্চলিক বাস্তবতার ওপর ভিত্তি করে।

পুতিন এবং ম্যাক্রোঁ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়েও আলোচনা করেছেন। ক্রেমলিন প্রেস সার্ভিস উল্লেখ করেছে, দুই নেতা একমত হয়েছেন যে, কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ এবং তারা সম্ভাব্য যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন।

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

২৩ বছর বয়সেই ২৫ বিয়ে! রাজস্থানে তরুণী গ্রেপ্তার

brs@admin

ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য ছিল বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ : সুপ্রিম কোর্ট

brs@admin

প্রতি ছক্কায় আর উইকেটে ১ লাখ পাকিস্তানি রুপি যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

brs@admin

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশু নিহত

brs@admin

গাজায় ইসরায়েলের হামলায় ৪৪ ফিলিস্তিনির প্রাণহানি

News Desk
Translate »