বিদেশগামী বাংলাদেশিদের ভিসা জটিলতার অন্যতম প্রধান কারণ জাল সনদপত্র ও ব্যাংক স্টেটমেন্ট বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, এটি অপরাধমূলক কর্মকাণ্ড। এজন্য এখন শাস্তির ব্যবস্থা জরুরি।
বুধবার (২ জুলাই) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাপানের শ্রম বাজার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
লুৎফে সিদ্দিকী বলেন, ‘আমাদের কর্মীরা ভাবে যে জাল সনদ এবং অদক্ষতা নিয়ে কোনভাবেই বিদেশে যেতে পারলেই হলো। ফলে অনেকগুলো দেশে একই সাথে ভিসা জটিলতা হচ্ছে। জাপানের ভিসা আবেদনের জন্য এপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছেনা, এটার একটা কারন ভুয়া সার্টিফিকেট, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট। এই জন্য এখন শাস্তির ব্যবস্থা জরুরি।’
আউটবাউন্ড ট্যুর অপারেটরদের মতে, বাংলাদেশি পর্যটক ও কর্মপ্রত্যাশীদের অনেকেই এখন জনপ্রিয় গন্তব্যগুলোর ভিসা পেতে সমস্যায় পড়ছেন। কিছু দেশ অঘোষিতভাবে ‘ভিসা বিধিনিষেধ’ আরোপ করেছে, আবার কিছু দেশ বাংলাদেশিদের অতিরিক্ত সময় অবস্থানের (ওভারস্টে) অভিযোগে ভিসা দেওয়ার সংখ্যা কমিয়ে দিয়েছে।
ফলে চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণসংক্রান্ত কাজে যাওয়া হাজারো মানুষের ভোগান্তি বেড়েছে; পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ওমানসহ বিভিন্ন দেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগও হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিআরএসটি/এসএস