28.4 C
Bangladesh
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

কলম্বিয়ার ছুরিকাঘাতের ভিডিওকে বাংলাদেশের বলে প্রচার : ফ্যাক্টওয়াচ

কলম্বিয়ায় ২০২৪ সালে সংঘটিত ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের একটি ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে নিয়োজিত স্বাধীন অনুসন্ধানী ফ্যাক্ট-চেকিং সংস্থা ফ্যাক্টওয়াচের তদন্তে বিষয়টি উঠে এসেছে। প্রতিষ্ঠানটি লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং পরিচালিত হয় সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস)’র মাধ্যমে।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে-এমন একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে যে এটি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনা। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় সংঘটিত ঘটনার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।

ফ্যাক্টওয়াচ বলছে, এসব বিভ্রান্তিকর তথ্য নজরে এলে তারা তা যাচাই করে প্রকৃত তথ্য সামনে আনার পাশাপাশি গুজব প্রতিরোধে সচেতনতামূলক কাজ চালিয়ে যাচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজস ছিল: রিজওয়ানা

News Desk

অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেলো দক্ষিণ আফ্রিকা

brs@admin

ষোড়শ সংশোধনী মামলার মূল উদ্দেশ্য ছিল বিচারকদের স্বাধীনতায় হস্তক্ষেপ : সুপ্রিম কোর্ট

brs@admin

‘ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

News Desk

চিনির পরিবর্তে আদা চা কেন খাবেন?

brs@admin

ইসরায়েলের হামলায় প্রাণ গেলো ৫১ ফিলিস্তিনির

News Desk
Translate »