রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

তাণ্ডবের শুটিংয়ে গোপনে তাণ্ডব চালিয়েছিলেন শাকিব

ঢালিউড নির্মাতা রায়হান রাফী পরিচালিত কিং খান শাকিবের ‘তাণ্ডব’ সিনেমা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম দিন থেকেই ব্যবসা করে যাচ্ছে এ সিনেমাটি। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও সিনেমাপ্রেমী দর্শকরা ‘তাণ্ডব’ দেখতে হুমড়ি খেয়ে পড়ছেন।

এবারের ঈদে সর্বোচ্চ আলোচনায় থাকা এ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মেগাস্টার শাকিব খান জানিয়েছেন ভিন্ন এক কথা। সিনেমা তাণ্ডবের সেটে গোপনে তাণ্ডব চালিয়ে শুটিং করেছিলেন বলে জানান এ কিং খান।

আর এবারের ঈদে এ সিনেমাটির সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে শাকিব খানের। জানা গেছে, কিং খান অসুস্থ শরীর নিয়েও নাকি তাণ্ডব সিনেমার কাজ করেছিলেন— এমনটিই জানান পরিচালক রায়হান রাফী। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের পেছনের গল্প শোনাতে গিয়ে এসব কথা বলেন এ নির্মাতা।

সিনেমাপ্রেমী দর্শকরা বলছেন—শাকিব খানের অন্যতম সেরা সিনেমা ‘তাণ্ডব’। শাকিব খানের কেন এটি অন্যতম সেরা সিনেমা তা জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, কারণ শাকিব এ সিনেমায় অনেক ক্যারেক্টার প্লে করেছেন। তার একেকটির ভয়েস একেক রকম। খুব ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা যেত না।

‘তাণ্ডব’ সিনেমার ডাবিংয়ের সময় অসুস্থ থাকা শাকিব প্রসঙ্গে পরিচালক বলেন, ডাবিংয়ের সময় অসুস্থ ছিলেন শাকিব। উনি কথা বলছিলেন (গলার নিচের দিকে দেখিয়ে) এদিক থেকে (কর্কশ স্বরে)। তিনি বলেন, তার জ্বর ছিল। একবারের জন্যও বলেননি, চেপে গিয়েছিলেন। কারণ বললেই নাকি আমি শুটিং প্যাক করে দিতাম।

পরিচালক বলেন, একটা মানুষ, যিনি এতবড় একজন স্টার, তার কীসের অভাব, তার কিছুরই অভাব নেই। তিনি জান দিয়ে দিচ্ছেন কাজের জন্য। উনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কাজও করছেন।

রায়হান রাফী বলেন, ‘লিচুর বাগান’-এর সময় উনি অসুস্থ ছিলেন। এরপর ফ্লাইটে উঠে বলেন— আমি কিন্তু অসুস্থ ছিলাম। আমি লুকিয়ে লুকিয়ে ওষুধ খেয়েছি। তোকে বলিনি। আমি বললাম— আপনি বলেন নাই কেন? বললেন—তোকে বললে তুই বলতি আর শুটিং করব না।

বিআরএসটি /  জেডএইচআর

Related posts

নির্বাচনে আওয়ামী লীগকে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

News Desk

ব্যবসায়ীক দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড : পুলিশ

News Desk

‘আহতরা সুস্থ না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখবে বিমান বাহিনী’

News Desk

মব জাস্টিসের ঘটনায় রিজওয়ানা হাসানের নিন্দা

brs@admin

পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন

News Desk

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে কী বললেন ডাকোটা জনসন

brs@admin
Translate »